রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি সমাজকর্মী মেজবাহ উল করিম রিন্টুর পঞ্চম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।
রোববার সকালে রাজবাড়ী শহরের বড়পুলে তার নিজ বাড়ির পাশে কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মেজবাহ উল করিম রিন্টু পরিষদের সভাপতি সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, রাজবাড়ী একাডেমির সভাপতি সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি কমল কান্তি সরকার, রিন্টুর বড় ভাই মঞ্জু করিম, রঞ্জু করিম, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরতাজ তাজিয়া, আরডিএর সভাপতি ফারুক উদ্দিন, সঙ্গীত শিল্পী আব্দুল জব্বার, রিন্টুর সহপাঠি আব্দুল আলিম প্রমুখ।
বিকেলে ঘরছাড়ায় শিশুদের জন্য চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার দেওয়া হয় বিজয়ীদের মাঝে।