রাজবাড়ীর গোয়ালন্দে ইউনিয়ন পর্যায়ের দৌলতদিয়া ইউনিয়নে অবস্থিত ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯ টায় কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে এসময় দৌলতদিয়া ইউনিয়নে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক মন্ডলী ও কোমলমতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, গোয়ালন্দ উপজেলার চার ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তীতে বিজয়ী প্রতিযোগিদের নিয়ে উপজেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, ১০ ফেব্রুয়ারি উজানচর ইউনিয়ন ও পৌরসভায় অবস্থিত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।