রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি সমাজকর্মী মেজবাহ উল করিম রিন্টুর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। রাজবাড়ী শহরের সজ্জনকান্দা বড়পুলের বাসিন্দা রিন্টু সচেতন নাগরিক কমিটি, উদীচী শিল্পী গোষ্ঠি, সহযাত্রাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে সমাজ ও মানুষের উন্নয়নের জন্য নীরবে কাজ করে গেছেন। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি মাত্র ৪৫ বছর বয়সে তার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের উদ্যোগে স্মরণসভা, পুষ্পমাল্য অর্পণসহ নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।