রাজবাড়ীর গোয়ালন্দে অন্তবর্তী সরকারের বিরুদ্ধে লিফলেট বিতরণ প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ করেছে। বুধবার বিকেলে গোয়ালন্দ পৌর শহরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং লিফলেট বিতরণের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন। নেতৃবৃন্দ আওয়ামীলীগ ও তাদের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে হুশিয়ার করে বলেন, পুনরায় এ ধরনের দুঃসাহস দেখালে আপনাদেরকে কঠোরভাবে প্রতিহত ও গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হবে। বক্তারা আওয়ামীলীগের বিগত দিনের দুঃশাষনের কথা তুলে ধরে, তাদের রাজনীতি হতে নিষিদ্ধ করা এবং কঠিন শাস্তি দাবি করেন।
বুধবার বিকাল ৪ টা গোয়ালন্দ রেল স্টেশন সংলগ্ন দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।
বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. রুস্তম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, নাজিরুল ইসলাম তিতাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ আল রেজা, উপজেলা যুবদলের আহবায়ক ফারুক দেওয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়াহিয়া খান, পৌর যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন দেলু, উপজেলা তরুণ দলের আহবায়ক মাসুদ রানা, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শাহরিয়ার আদনান নুর ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ প্রমুখ।