রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে সোমবার বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করে।
শহরের আজাদী ময়দান সংলগ্ন দলটির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের স্টেশনরোড, বাটা রোড হয়ে প্রধান সড়কপথে বড়পুল ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যড. কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা কৃষক দলের সদস্য সচিব এ কে এম সিরাজুল আলম চৌধুরী, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্র দলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার।
বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর শোষন, নির্যাতন, লুটপাট করে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা ও তাদের দোসররা। মাত্র ছয় মাসের মাথায় তারা আবার মাতাচাড়া দিয়ে উঠে দাড়ানোর দুঃসাহস দেখাচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা শান্তিতে বিশ্বাস করি। যদি আপনারা কোনো প্রকার বাড়াবাড়ি করেন তাহলে আমরা চুপ করে ঘরে বসে থাকবো না। রাজবাড়ী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তৎপর রয়েছে।