রাজবাড়ীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও পর্যালোচনার জন্য গঠিত জেলার বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকাল পৌনে ১১ টা থেকে বেলা ২টা পর্যন্ত রাজবাড়ী জেলা সদর উপজেলার বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করেছে এ কমিটি।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও জেলা পর্যায়ে গঠিত “বিশেষ ট্রাস্কফোর্স” কমিটির সদস্য সচিব কাজী রকিবুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এতে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক, জেলা পুলিশ লাইন্সের সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. হাবিবুল্লাহ ও বাজার ব্যবসায়ী বণিক সংগঠন।
জেলা ভোক্তা অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত জেলার “বিশেষ ট্রাস্কফোর্স” কমিটির সহযোগিতায় রাজবাড়ী জেলা সদর উপজেলার সদর বড় বাজারের বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পণ্যের মোড়ক, ইত্যাদি যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণ না করা এবং পণ্েযর মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারায় ফল বাজার রোড রুদ্র এন্ড ব্রাদার্সকে ৪ হাজার টাকা ও মনোরঞ্জন সাহা স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, জেলা সদর উপজেলার সদর বড় বাজারের বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা দোকানে অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এছাড়াও সরকারি বিধিবিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য এসময় সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।