রাজবাড়ীর গোয়ালন্দ প্রেসক্লাবের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৫০ জন অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে গোয়ালন্দ প্রেসক্লাবের নির্মাণাধীন নিজস্ব ভবনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ প্রেসক্লাবের আহ্বায়ক গণেশ পাল, সদস্য সচিব শহিদুল ইসলাম, সাবেক সভাপতি ও বৈশাখী টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি আসজাদ হোসেন আজু, বাংলাদেশ প্রতিদিন এর স্টাফ রিপোর্টার শাহেদ ইরশাদ, দৈনিক ইত্তেফাকের গোয়ালন্দ প্রতিনিধি আক্তারুজ্জামান মৃধা, আনন্দ টেলিভিশন, দৈনিক আলোকিত বাংলাদেশ ও দ্যা ডেইলি পোষ্টের রাজবাড়ী প্রতিনিধি কামাল হোসেন, প্রতিদিনের সংবাদের গোয়ালন্দ প্রতিনিধি আমিনুল ইসলাম রানা, ডেইলি অবজারভার ও খোলা কাগজের গোয়ালন্দ প্রতিনিধি সিরাজুল ইসলাম, দৈনিক গণমুক্তির গোয়ালন্দ প্রতিনিধি সাইফুর রহমান পারভেজ, ঢাকা প্রতিদিনের গোয়ালন্দ প্রতিনিধি আক্তারুজ্জামান রনি, জনবানীর গোয়ালন্দ প্রতিনিধি জাকির হোসেন বাবুল, দৈনিক কালবেলার গোয়ালন্দ প্রতিনিধি রাকিবুজ্জামান রাকিব ও আজকালের খবরের গোয়ালন্দ প্রতিনিধি লুৎফর রহমান সোহাগ। এ সময় বক্তারা শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।