রাজবাড়ীর ডিবি পুলিশ সদর উপজেলার হোগলাডাঙ্গি এলাকা থেকে ১১৫ পিচ ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে। রাজবাড়ী ডিবি সূত্র জানায়, ডিবি এসআই আতাউর রহমান সহ একদল পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। এব্যাপারে মামলা হয়েছে। আসামিদের রাজবাড়ী আদালতে চালান করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার কালিচরণপুর গ্রামের জয়নাল শেখের আব্দুল মান্নান, বারেক মোল্লার ছেলে কামাল শেখ, শুকুর আলী শেখের ছেলে সাইদুল শেখ ও মালেক শেখের ছেলে রাসেল শেখ।