রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুইশ পিস অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার হয়েছে। তার নাম শাহাদাত হোসেন। সে রাজবাড়ীর পাংশা উপজেলার মৈশালা গ্রামের জব্বার মন্ডলের ছেলে।
রাজবাড়ীর ডিবি ওসি মফিজুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী এসআই(নিঃ) আতাউর রহমান অভিযান চালিয়ে রাজবাড়ী জেলার সদর থানাধীন ছোট নুরপুর থেকে শাহাদাত হোসেনকে দুইশ পিস অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।