গতকাল মঙ্গলবার রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। রাজবাড়ী রেলওয়ে ময়দান সংলগ্ন শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও প্রতিবন্ধীদের জন্য প্রতিষ্ঠান প্রত্যয় স্কুলের শিক্ষার্থীদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক সুলতানা আক্তার উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন। এসময় রাজবাড়ী জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর নাহিদ আহমেদ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।