তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তারের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বক্তৃতা করেন রাজবাড়ীর স্থানীয় সরকার উপপরিচালক মল্লিকা দে, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল, রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান, রাজবাড়ী এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ হোসেন প্রমুখ।
সভায় উৎসবটি সফলভাবে সম্পন্ন করতে সরকারি, বেসরকারি ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোক দিক নির্দেশনা দেওয়া হয়।