রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দি উপজেলায় অবস্থিদত সোনাপুর বাজারের ব্যবসায়ীকে মারপিটের প্রতিবাদে কর্মবিরতি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাজার বণিক সমিতি এই কর্মসূচির আয়োজন করে।
কর্মসুচি চলাকালে ব্যবসায়ীরা সোনাপুর বাজারের চাররাস্তা মোড়ে অবরোধ করে। এতে কালুখালী বালিয়াকান্দি সড়ক বন্ধ হয়ে যায়। এ সংবাদ জানার পর কালুখালী ও বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
অবরোধ চলাকালে বাজার বনিক সমিতির সভাপতি খোন্দকার মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিন্টু, সাইদুল রহমান শাহিন, জয়নাল আবেদীন, দুলাল মোল্লা, ওয়াজেদ বিশ্বাস, ইসমাহিল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন ।
বক্তারা বলেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী দুর্বৃত্তরা গত বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুস সাত্তার নামের এক ব্যবসায়ীকে মারপিট করে। এতে সাত্তার গুরুতর আহত হয়। এছাড়া ব্যবসায়ীদের নিরাপত্তা বিঘিœত ও সম্মান হানি হয়েছে। ব্যবসায়ীরা তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।