রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নতুন পাড়া এলাকায় “নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনালের দল চূড়ান্ত হয়েছে। দল দুটো হলো- রুবেল স্মৃতি একাদশ ও শামীম একাদশ। প্রথম সেমিফাইনালে রুবেল স্মৃতি সংঘ টাইব্রকারে ২-০ গোলে রাহুল একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলায় কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয় সেমিফাইনাল খেলায় শামীম একাদশ নির্ধারিত সময়ের খেলায় ১-০ গোলে ডার্কস নাইট একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
‘সুস্থ দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন’ স্লোগানে ‘একটি ফুটবল, একটি পৃথিবী’ প্রতিপাদ্যে গত ৩ জানুয়ারি শুক্রবার নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে এ মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজক ও শামীম একাদশের অধিনায়ক রবিন শেখ জানান, আগামী ১০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।