এবার রাজবাড়ী সরকারি শিশু পরিবারে গিয়ে কম্বল বিতরণ করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শীতের প্রকোপ বৃদ্ধির পর থেকে তিনি নিজে হতদরিদ্রদের মাঝে গিয়ে কম্বল বিতরণ করছেন। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে রাজবাড়ীবাসী। প্রশংসতিও হচ্ছেন তিনি।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে রাজবাড়ীর বিনোদপুরে সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে, ভবানীপুর দারুস সুন্নাহ্ কোরআনিয়া ও হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল ও ফল বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবায়েত ফেরদৌস প্রমুখ।