রাজবাড়ীতে কাগজপত্র না থাকায় দশটি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে। এসময় কয়েকটিকে জরিমানা করা হয়। গত রোববার দুপুর থেকে বিকাল চারটা পর্যন্ত জেলার সদর ও কালুখালী উপজেলায় এ অভিযান পরিচালনা করে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ বলে জানায় রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন।
সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানান, সদর উপজেলায় আল-রাজি ডায়াগনিস্টিক সেন্টার, ডিজিটাল ক্লিনিক রাজবাড়ী, মেরি ক্লিনিক, শেফা ডায়াগনিস্টিক সেন্টারসহ ছয়টি, পাংশা উপজেলার মা ও শিশু ডায়াবেটিক সেন্টার, এনআর ক্লিনিক, কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে কালুখালী মেডিকেল সেন্টার এবং শেভ মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
এছাড়াও মেয়াদউত্তীর্ণ ঔষুধ থাকায় রাজবাড়ীর রাবেয়া ক্লিনিককে দশ হাজার টাকা, মা ও শিশু ডায়াবেটিক সেন্টার, এনআর ক্লিনিক, মইন চক্ষুফ্যাকো সেন্টারকে মোট পনেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটোন বলেন, দ্বিতীয় দিনের অভিযানে জেলার তিন উপজেলায় স্থানীয় প্রশাস অভিযান চালিয়ে দশটি অবৈধ ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার সিলগালা করা হয়। এছাড়াও মেয়াদউত্তীর্ন ঔষুধ এবং ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন নবায়ন না করায় কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায়।