নতুনপাড়া যুব সংঘের আয়োজনে অভ্যন্তরীণ ফুটবললীগের ফাইনাল খেলা শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। নতুনপাড়া যুব সংঘের সভাপতি আবু দাউদ কচি এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আকবর খান ফাউন্ডেশনের চেয়ারম্যান আকবর খান। এছাড়া নতুন পাড়া যুব সংঘের উপদেষ্টা আলমগীর আল মামুন, ফজলুল হক আবু, সহ-সভাপতি আব্দুল মান্নান, আব্দুস সামাদ রাসেদ, সাধারণ সম্পাদক গাজী ইকবাল পলাশ, খেলা পরিচালনা কমিটির আহবায়ক জাহিদুল ইসলাম খান বক্তব্য রাখেন। এসময় নতুন পাড়া যুব সংঘ কমিটির সদস্য ও খেলা পরিচালনা কমিটির সদস্য উপস্থিত ছিলেন। ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে নতুনপাড়া ইউনাইটেড ক্লাব ১-১গোলে নতুনপাড়া কিংস ড্র হয়। এরপর টাইব্রেকারে নতুনপাড়া কিংস ২-১ গোলে নতুনপাড়া ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে।