রাজবাড়ীর গোয়ালন্দে মো. সবুজ শেখ (৩৫) নামে সৌদি আরব ফেরত এক যুবককে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী রোকসানার (২৫) বিরুদ্ধে। বুধবার দিবাগত রাত এগারোটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সবুজের মৃত্যু হয়। সে উপজেলার উজানচর ইউনিয়নের নবুওছিমদ্দিন পাড়া’র মো. আইনদ্দিন শেখের ছেলে। সবুজ-রোকসানার সংসারে ১০ ও ৩ বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে।
নিহত সবুজের মা অভিযোগ করে বলেন, তার ছেলের বৌ রোকসানার সাথে রাসেল নামে একজনের পরকীয়া সম্পর্ক ছিল। এর জন্য পরিকল্পিত ভাবে আমার ছেলেকে তার স্ত্রী ঘাস মারা ওষুধ খাইয়ে হত্যা করেছে।
অভিযুক্ত স্ত্রী রোকসানা বেগম বলেন, স্বামীর সাথে তার কখনো কোন ঝগড়া-ঝাটি হয়নি। ডায়রিয়া হয়ে কয়েকবার বমি হওয়ার কারণে তাকে হাসপাতালে নেয়া হয়। আমি তাকে হত্যা করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ আগষ্ট সবুজ সৌদি আরব হতে দেশে আসেন। ২৩ সেপ্টেম্বর গভীর রাতে নিজ বাড়িতে থাকাকালীন সবুজ প্রচন্ড বমি করতে শুরু করে। এ সময় পরিবারের লোকজন তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থা খারাপ বলে পরদিন ২৪ সেপ্টেম্বর তাকে ফরিদপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান হতে ২৫ সেপ্টেম্বর পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চারদিন চিকিৎসার পর আরো উন্নত চিকিৎসার জন্য ২৯ সেপ্টেম্বর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ১ অক্টোবর মঙ্গলবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মৌখিক ভাবে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ পেয়েছি। লাশের ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।