রাজবাড়ীতে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি হত্যাকান্ড নিয়ে প্রেস ব্রিফিং করেছেন রাজবাড়ী পুলিশ সুপার। বুধবার বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেন, রাজবাড়ীতে সম্প্রতি কয়েকটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। প্রত্যেকটি হত্যাকান্ডই আলাদা ধরনের। রাজবাড়ীর পাংশা থানায় বিলমন্ডব এলাকায় চামেলী নামের এক নারীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে পরে তার মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে তার স্বামী। পরে নিহতের স্বামী রতন খাঁ আটকের পর হত্যার কথা স্বীকার করে। কালুখালী উপজেলার মাধবপুর এলাকায় নাজমুল মোল্লা নামে একজন ট্রান্সফরমার চুরির ঘটনায় গণপিটুনীতে মারা যান। এঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। গোয়ালন্দ উপজেলার কাটাখালী বাজার এলাকায় এক চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সদর উপজেলার রামকান্তপুরে বন্যা নামে এক গৃহবধুকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তার স্বামী। এ ঘটনায় স্বামী আব্দুর রশিদকে আটক করা হয়েছে। এছাড়া সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া এলাকায় একটি বাগানে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি বলেন, কোন হত্যাকান্ডই আমাদের কাছে কাম্য নয়। এসব ঘটনা যাতে আর না ঘটতে পারে এজন্য মানুষকে আরও সচেতন হতে হবে। রাজবাড়ী পুলিশ তৎপর রয়েছে। কোন অপরাধীই ধরাছোঁয়ার বাইরে থাকবে না।
পুলিশ সুপার আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে বলেন, পূজা মন্ডপে নিরাপত্তার জন্য আনছার বাহিনী নিয়োজিত থাকবে। পাশাপাশি পুলিশের কর্মকর্তারা সর্বোক্ষণ মন্ডপগুলো নজরদারিতে রাখবেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।