তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে ধারণা প্রদান, আইনটি প্রয়োগে উৎসাহিত করা এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধকরণ কর্মসূচি আওতায় সোমবার রাজবাড়ী সচেতন নাগরিক কমিটির আয়োজনে তথ্য প্রদানের সংস্কৃতি, রুখবে দুর্নীতি প্রতিপাদ্য নিয়ে রাজবাড়ী সরকারি কলেজ মিলনায়তনে তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সনাক সদস্য নুরুল হক আলম এর সভাপতিত্বে তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশনউদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন ওরিয়েন্টেশনটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপাধ্যক্ষ প্রফেসর ফকির মো. নুরুজ্জামান, শিক্ষক পরিষদের সম্পাদক মোস্তফা কামাল, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক কুতুব উদ্দিন, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রফিকুল ইসলামসনাক সদস্য জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তথ্য অধিকার এবং তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপনের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেনটিআইবি এর এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ। তিন শতাধিক শিক্ষার্থী তথ্য অধিকার আইন সমন্ধে ধারনা লাভ এবং তথ্য অধিকার আইনের মাধ্যমে আবেদন ফরম পুরন করা হাতে কলমে শিখতে পেরেছে। শিক্ষার্থীরা বলেন তথ্য অধিকার আইনটির বিষয়ে বিস্তারিত জানতে পারলাম যা ব্যক্তিগত জীবনে কাজে লাগবে এবং দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারব।