রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামী এ সভার আয়োজন করে। এ মতবিনিময় সভা শেষে জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির আইনজীবী মো. নূরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আবদুত তওয়াব। এছাড়াও ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মো. জামাল উদ্দিন, রাজবাড়ী জেলা জামায়াতের নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, জেলা কর্ম পরিষদ সদস্য হারুন-অর-রশিদ, জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. নুরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের প্রতিনিধি হাফেজ হাসিবুল হাসানসহ ঢাকায় গুলিতে নিহত শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। এ সভা সঞ্চালনা করেন জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. আলীমুজ্জামান।