রাজবাড়ীর পাংশায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। এ জন্য বন্যা ব্যবস্থাপনা ও বন্যার্তদের সর্বাত্মক সহায়তায় সমন্বিত কার্যক্রম গ্রহণ ও যেকোনো সহায়তায় উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করার আহবান জানিয়েছেন ইউএনও মোহাম্মাদ জাফর সাদিক চৌধুরী। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ জাফর সাদিক চৌধুরী। তিনি জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য সকল প্রকার প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। চাল, ত্রাণ, শিশু খাদ্য, গো-খাদ্যসহ বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে যা যা প্রয়োজন সবই সংগ্রহে রাখা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুক্তাদির আরেফিন, পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলি, কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, মৎস কর্মকর্তা সাইদ আহমেদ, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত)মো. ফজলুল হক মন্ডল প্রমুখ।