জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ পিপিএম, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাশ প্রমুখ।
দ্বিতীয় পর্বে কাজী নজরুলের গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।
কাজী নজরুল সম্পর্কে বক্তারা বলেন, নজরুল ছিলেন সাম্য, সম্প্রীতি, দ্রোহ, প্রেম ও গণমানুষের কবি। শৈশবে লড়েছেন দারিদ্র্যের সঙ্গে। কবি যৌবনে শাসন-শোষণের বিরুদ্ধে চালিয়েছেন সংগ্রাম। নির্যাতন-নিপীড়নের শিকার হয়েও বঞ্চিত মানুষের পক্ষে চালিয়েছেন লেখনী। কুসংস্কার, ধর্মান্ধতা ও বৈষম্যের বিরুদ্ধে থেকেছেন আপসহীন। সংগীতে সৃষ্টি করেছেন স্বতন্ত্র ধারা।