‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন’ প্রকল্পের আওতায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুুদ্ধরণের লক্ষ্যে শিক্ষার্থীদের যুদ্ধকালীন বীরত্বগাথা শুনিয়েছেন বীর মুক্তিযোদ্ধাগণ।
বৃহস্পতিবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক (উপসচিব) ড. মো. নুরুল আমিন।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, বীর মুক্তিযোদ্ধা মোব্দুল আব্দুল জলিল মিয়া, বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম প্রমুখ।