দ্বিতীয় ধাপে মঙ্গলবার রাজবাড়ী জেলার সদর, গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বালিয়াকান্দিতে বেশ কয়েক জায়গায় হামলা সংঘর্ষ হলেও সদর ও গোয়ালন্দ ছিল শান্তিপূর্ণ।
রাজবাড়ী সদর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী, গোয়ালন্দে মোস্তফা মুন্সী ও বালিয়াকাান্দিতে এহসানুল হাকিম সাধন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
সদর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী প্রায় ২৫ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৩ হাজার ১১১ ভোট । প্রতিদ্বন্দ্বি রকিবুল হাসান পিয়াল পেয়েছেন ১৮ হাজার ৭৯৯ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে ১৯ হাজার ৪৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নাহিদুল আলম রাজু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল মান্নান মুসল্লি পেয়েছেন ১১ হাজার ১০১ ভোট। অন্যদের মধ্যে গণেশ মিত্র ৮ হাজার ২১১ ভোট, ইয়াসির আরাফাত রামিম ৭ হাজার ৩৭ ভোট, খান মো. জহুরুল হক ৫ হাজার ৪০৬ ভোট, শাহীন মোল্লা ৩ হাজার ৫১৩ ভোট, রায়হান চৌধুরী ২ হাজার ৮৩৯ ভোট, রাশেদুল হক ১ হাজার ২৮৫ ভোট, মোহন মোল্লা ১ হাজার ১৪৪ ভোট হরিপদ সরকার রানা পেয়েছেন ৬৪৫ ভোট।
নারী ভাইস চেয়ারম্যান পদে লুৎফুন নাহার মিতা ১৪ হাজার ৬০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হামিদা বেগম পেয়েছেন ১৩ হাজার ৮৮২ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে মর্জিনা বেগম ১৩ হাজার ২৩৩ ভোট, শাহীনুর আক্তার বিউটি ৮ হাজার ৯৩১ ভোট, আলেয়া বেগম ৫ হাজার ৫৫৫ ভোট ও চম্পা খাতুন ৩ হাজার ৯৩২ ভোট পেয়েছেন।