রাজবাড়ী ও গোয়ালন্দে শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ পিপিএম, রিটার্র্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোর্শেদা খাতুন, জেলা নির্বাচন কর্মকর্তা বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। ভোটগ্রহণ চলাকালে র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনী ছিল কড়া প্রহরায়। রাজবাড়ী ও গোয়ালন্দে কোনো অপ্রীতিকর ঘটনার খবর বা অভিযোগ পাওয়া যায়নি। তবে, বালিয়াকান্দিতে হামলা সংঘর্ষ ও পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাজবাড়ীতে এসএম নওয়াব আলী, গোয়ালন্দে মোস্তফা মুন্সী এবং বালিয়াকান্দিতে এহসানুল হাকিম এগিয়ে রয়েছেন।