রাজবাড়ীর বালিয়াকান্দিতে আগুন লেগে ৪টি পান বরজ পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পারকুল গ্রামের কমির উদ্দিন শেখের ছেলে পানচাষী দিন মজুর মো. বিষ্ণু শেখ বলেন, আমি কারো কোন ক্ষতি করিনি। পান চাষ করে দুবেলা দুমুঠো খেয়ে দিনতিপাত করছি। রবিবার রাত ৮টার দিকে পান বরজে আগুন লেগে পুড়ে যায়। তবে পাটকাঠির কিছু মুঠো পাওয়া গেছে। এতে ধারণা করছি কেউ আগুন দিয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।
স্থানীয়রা বলেন, অনেক কষ্ট করে এনজিও থেকে টাকা ঋণ নিয়ে পান চাষ করে ৪টি মেয়ে বিয়ে দিয়েছেন। এখনো দুটি মেয়ে বিয়ের বাকী। পান চাষ করেই তার সংসার চলে। রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই। তাদের সাথে আগুন নিয়ন্ত্রণে আনি। তার কোন শত্রুতা ছিল না। কারা এ আগুন দিয়েছে। তার বড় ক্ষতি হলো।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার সৈয়দ শরাফত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে খড় ও পাটকাঠির কারণে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের ঘটনা নাশকতা তা তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স সরেজমিন পরিদর্শন করেছেন। এ বিষয়ে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।