রাজবাড়ীর ডিবি পুলিশ শনিবার বিকেলে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকা থেকে রাতে একটি যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে ছয় কেজি ৩শ গ্রাম রূপার আংটি উদ্ধার করেছে ।
রাজবাড়ীর ডিবি ওসি মো. মনিরুজ্জামান জানান, খানখানাপুর এলাকায় আকস্মিক চেকপোষ্ট বসিয়ে সাতক্ষীরা থেকে খাগড়াছড়ি গামি ঈগল পরিবহনে তল্লাশী চালিয়ে বাসের বাংকারে নীল রঙের একটি সাইড ব্যাগের মধ্যে পুরাতন কিছু কাপড়-চোপড়ের সাথে ছয় কেজি ৩শ গ্রাম রূপার আাংটি পাওয়া যায়। তাৎক্ষণিক কেউ ব্যাগের মালিকানা দাবি না করায় পরিত্যক্ত হিসেবে জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে বাসের সুপারভাইজার জানায় যেখানে রূপাগুলো পাওয়া গেছে সেখানে একজন যাত্রী ছিল। সে গোয়ালন্দ মোড়ে নেমে যায়। বাসে ওঠার সময় যাত্রীরা তার কাছে একটি ব্যাগ দেখেছিল, কিন্তু নামার সময় সে কোন ব্যাগ নিয়ে নামেনি। জব্দ রূপার কোন মালিকানা না পাওয়ায় একটি সাধারণ ডায়েরি করে তা আদালতে প্রতিবেদন আকারে দাখিল করা হয়েছে। মালিকানা যাচাইয়ের জন্য তদন্ত অব্যাহত আছে। জব্দকৃত রূপার অলংকারের আনুমানিক মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা বলে জানান তিনি।