রাজবাড়ীতে কাব্যগৃহ নামে একটি আবৃত্তি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব।
নিজাম ও ফারজানা মীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন পার্থ প্রতিম দাস, সাইফুল ইসলাম মিলন, সৈয়দ সিদ্দিকুর রহমান, দেবাহুতি চক্রবর্তী প্রমুখ।
পরে চায়না রানী সাহা ও প্রাপ্য প্রতিম সাহার গ্রন্থনা ও নির্দেশনায় আবৃত্তি নন্দনে বন্ধনে তুলি সুর বজ্র কণ্ঠে, বিন্দ আবৃতি বিয়ে বাড়ির মজা, বীরপুরুষ। সুশীল সরকার এর গানে রানার ভূমিকায় অভিনয় করেন তার পুত্র দেবদুলাল সরকার। শেষ পর্বে ঊচ্ছ্বাস কুমার ঘোষের নেতৃত্বে নাটিকা গাঁও গ্রামের বিয়ে অনুষ্ঠিত হয়।
পরে ২৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন সভাপতি চায়না রানী সাহা, সহ-সভাপতি ডা. আব্দুর রহমান, অধ্যাপক দিলীপ কুমার কর, ঊচ্ছ্বাস কুমার ঘোষ, সাধারণ সম্পাদক প্রাপ্য প্রতীম সাহা, সহ সম্পাদক কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক অজয় দাস তালুকদার, অর্থ সম্পাদক সুশীল সরকার, শিক্ষা সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সুরজিৎ চক্রবর্তী, আইসিটি সম্পাদক মো. নাসিম হায়দার কল্লোল, অনুষ্ঠান সম্পাদক আব্দুস সাত্তার কালু, ডিজাইন ও শিল্প সম্পাদক রাজকুমার পাল, সাহিত্য সম্পাদক সাহিদা সুলতানা রীমা, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস মিমি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ গোলাম মোর্শেদ, তথ্য ও প্রচার শ্রাবণ চক্রবর্তী দীপু, সংস্কৃতি সম্পাদক পিয়াস কর্মকার, যোগাযোগ ও উন্নয়ন সম্পাদক লোপা নাজনীন, প্রশিক্ষণ সম্পাদক ফারজানা মীম, আপ্যায়ন সম্পাদক নয়ন কুমার বিশ্বাস, কার্যনির্বহী সদস্য তামান্না আমান মিষ্টি, মরিয়াম সুলতানা, রাইসা রুবাইয়াত খান, সিথি সান্যাল ও দেবদুলাল সরকার। কমিটির সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান অতিথি।