” শ্রমিক মালিক গড়বো দেশ- স্মার্ট হবে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে মহান মে দিবস পালিত হয়েছে।
১ মে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের পান্না চত্বর এলাকায় হয়ে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। মে দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। বক্তব্য রাখেন রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, পিপিএম, রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রাকিবুল ইসলাম পিন্টু, সাধারন সম্পাদক আব্দুর রশিদ, জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দল ওহাব সরদার প্রমূখ।
র্যালিতে জেলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও কার্ভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, রিক্সা শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নসহ জেলার, বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো র্যালি ও সমাবেশে যোগদান করে। পরে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো তাদের নিজ নিজ উদ্যোগে দিবসটি পালন করে।