দৈনিক আমাদের রাজবাড়ী পত্রিকায় সংবাদ প্রকাশের পর গোয়ালন্দে মরা পদ্মা নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ৩টি ড্রেজার মেশিন ও ২’শ মিটার পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।
২৯ এপ্রিল উপজেলার নতুন ব্রীজ এলাকার মরা পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
জানা যায়, উপজেলার উজানচর ইউনিয়ন নতুন ব্রীজের পাশে মরাপদ্মা নদী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন অবৈধ বালু ব্যবসায়ীরা। ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে উপজেলার উজানচর ইউনিয়নের বিভিন্ন স্থানে ফুট হিসাবে টাকার বিনিময়ে মানুষের পুকুরসহ জমি ভরাট করে আসছিলেন তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, বেশ কিছুদিন হলো অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে অবৈধ বালু ব্যবসায়ীরা। সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে তাদের ৩টি অবৈধ ড্রেজার মেশিন ও ২’শ মিটার পাইপ অকেজো করা হয়েছে। তিনি আরও জানান অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন এ উপজেলাতে কোনভাবেই করতে দেওয়া হবে না। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।