ফরিদপুর বিনোদন নাট্যদলের ১০ বছর পূর্তি উৎসব উপলক্ষে এক দিনে ছয়টি নাটক মঞ্চস্থ করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছয়টি সংগঠন এ নাটকগুলো মঞ্চস্থ করে। শুক্রবার সন্ধ্যায় এই নাট্যোৎসবের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ফরিদপুরের সভাপতি আমিনুর রহমান। আয়োজক সংগঠনের সভাপতি তন্ময় সরকার অঞ্চলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোহাম্মদ সাইফুল হাসান, ফরিদপুর ব্লাস্টের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী, সাংস্কৃতিক সংগঠক সিরাজী কবির খোকন, মো. আহমেদ নিজাম, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে মঞ্চস্থ নাটকগুলো হলো-বিনোদন নাট্যদলের মর্যাদা, বৈশাখী নাট্যগোষ্ঠীর বৃদ্ধাশ্রম, সঙ থিয়েটারের নকশিকাঁথার মাঠ, বহুরূপী সাংস্কৃতিক সংস্থার ধলার মোড়, সুনিয়ম নাট্য চক্রের কবর এবং বাংলা থিয়েটারের পরীরানী।