রাজবাড়ী জেলার মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়ের কেন্দ্র শিক্ষকগণের তিনদিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। রবিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলিপ কুমার কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, সরকারি কর্মকর্তা জিতেন্দ্রনাথ সিং, জয়দেব কর্মকার সভাপতি রাধারমন মন্দির (পুরাতন হরিসভা), শ্যামল পোদ্দার সহ সভাপতি রাধারমন মন্দির (পুরাতন হরিসভা) হরিতলা মন্দিরের সভাপতি গনেশ মিত্র।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারি প্রকল্প পরিচালক লিটন শিকদার। সঞ্চালনা করেন কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার ফারুক উদ্দিন।
তিনদিন ব্যাপী এই প্রশিক্ষনে ৬৮ শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত করায় সকলকে সার্টিফিকেট প্রদান করা হয়। ৩ এপ্রিল প্রশিক্ষণের উদ্বোধন করেন রাচজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রানী সাহা।