রাজবাড়ী পুনাকের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে পুলিশ লাইনের ড্রিল শেডে পুলিশ নারী কল্যাণ সমিতি রাজবাড়ী (পুনাক) এর আয়োজনে ঈদ উপহার হিসেবে নারী ও পুষদের মাঝে শাড়ী কাপড় ও লুঙ্গী বিতরণ করেন অতিথিরা। বিতরন অনুষ্ঠানে পুনাক সভানেত্রী হালিমা আক্তার শিরীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী পুলিশ সুপার আবুল কালাম আজাদ পিপিএম। এসময় আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ইফতেখারুজ্জামান প্রমুখ।
পুনাক সভানেত্রী হালিমা আক্তার শিরীন বলেন,ঈদুল ফিতরের ঈদের আগে আপনাদের হাতে কিছু তুলে দিতে পেরে আমরা আনন্দিত।আপনারা পরিবার নিয়ে আপনাদের ঈদের দিনটি সুন্দর ও ভালো কাটুক এই প্রত্যাশা করি।
রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ পিপিএম বলেন, পুলিশ সুপারের কার্যালয় আপানাদের সবার জন্য উন্মুক্ত। আপানারা কখনোই ভাববেন না পুলিশ সুপারের কার্যালয়ে কিভাবে যেতে হয়, কেমনে যেতে হয়, ভয়ের কোন জায়গা নেই আপনাদের। আপনাদের যেকোন প্রয়োজনে যেকোন সময় এসপি অফিসে আসলে আপনাদের যেকোন সমস্যা সমাধানে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।