বালিয়াকান্দি থানার ডাকাতি মামলার পলাতক তিনজন আসামী গ্রেফতার হয়েছে। এসময় লুন্ঠিত হওয়া স্বর্নালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বালিয়াকান্দি থানা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বালিয়াকান্দি থানার ডাকাতি মামলার সূত্র ধরে তিন আসামী গ্রেফতার করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করে এবং আদালতে ১৬৪ ধারা মতে দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। তাদের দেওয়া তথ্য মতে বাকী পলাতক আসামী বালিয়াকান্দি থানার টিম অভিযান পরিচালনা করিয়া সলেমান জোমাদ্দার ছুরমান(৩৩) পিতা মেহের জোমাদ্দার সাং তিলাউদ্দিন মাতুব্বর ডাঙ্গী থানা ফরিদপুর কোতয়ালী জেলা ফরিদপুর, রাসেল মুন্সী(৩৫) পিতা মৃত লোকমান মুন্সী সাং আলমপুর থানা মাগুরা সদর জেলা মাগুরা এবং আলামিন তালুকদার(৩৩) পিতা তারা তালুকদার স্থায়ী ঠিকানা দোপখালী থানা পটুয়াখালী সদর জেলা পটুয়াখালী বর্তমান ঠিকানা ফরিদপুর কোতয়ালী জেলাফরিদপুরদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে। তাহাদের দেওয়া তথ্য মতে অত্র মামলার লুন্ঠিত হওয়া একটি মোবাইল ফোন ও দুইজোড়া স্বর্ণের কানের দ্লু উদ্ধার করা হয়।