রাজবাড়ীতে ১১১ জন ব্যক্তির হারানো মোবাইল ফোন খুঁজে দিয়েছে জেলা পুলিশ। শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তাদের এসব ফোন হস্তান্তর করেন রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ পিপিএম। এসময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, রাজবাড়ী জেলার পাঁচটি থানা এলাকায় গত এক মাসে মোট ১১১টি ফোন হারানোর বিষয়ে সাধারণ ডায়েরি হয়। এর সূত্র ধরে পুলিশের ক্রাইম মরিটরিং সেল এর একটি বিশেষ টিম হারানো মোবাইল উদ্ধারে তৎপর হয়। এক পর্যায়ে তারা সফলও হয়।
জেলা পুলিশ সূত্রে আরও জানা গেছে, গত ৩ বছরে জেলা পুলিশ ১০১৪ টি হারানো, চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। এর মধ্যে ২০২২ সালে ২৮৬ টি, ২০২৩ সালে ৪৩৭ টি ও ২০২৪ সালে ২৯১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ পিপিএম (বার) বলেন, রাজবাড়ী জেলা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মোবাইল উদ্ধারে কাজ করে থাকে। এ বিষয় জেলা পুলিশ অনেক তৎপর। হারনো মোবাইল উদ্ধারে জেলা পুলিশের আগের থেকে অনেক গতি বেড়েছে। ২০২২ সাল থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত আমরা ১হাজার ১৪ টি মোবাইল ফোন উদ্ধার করেছি। যাদের মোবাইল ফোন হারিয়ে যাচ্ছে তারা যেনো আইনগত ব্যবস্থা নেন। তাহলে আমাদের এই ফোন গুলো উদ্ধার করতে সুবিধা হয়। জেলা পুলিশ হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারের কাজ করে যাবে। যাদের মোবাইল হারিয়ে বা চুরি হয়ে যায় তাদের মনের মধ্যে একটা বিষন্নতা কাজ করে। আমরা যখন তাদের এই ফোনগুলো উদ্ধার করে তাদের কাছে ফেরত দেই তাদের মুখের হাসিটাই আমাদের ভালো লাগার জায়গা।