এবারের ঈদে ট্রেনে যাত্রীদের কোন ভোগান্তি নেই ও কারো কোন অভিযোগ নেই বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।
শুক্রবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে ‘হার পাওয়ার প্রকল্পের’ প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, এবার ঈদের আগে আমরা যে ব্যবস্থা নিয়েছি; আমাদের এই সীমিত সামর্থ্যের মধ্যে এরচেয়ে ভালো ব্যবস্থা হতে পারেনা। বর্তমানে টিকিট কালোবাজারি নেই। যাত্রীদের টিকিট নিয়ে কোন অভিযোগও নেই। নির্বিঘ্নে যাত্রীরা ট্রেনে চলাচল করতে পারছেন।
অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ভাঙ্গা যশোর রেল পথ চালু হলেও রাজবাড়ীর উপর দিয়ে আন্তঃনগর ট্রেন সুন্দর ও বেনাপেল এক্সপ্রেস ট্রেন দুটি চলবে। এছাড়া গোয়ালন্দ ঘাট – পার্বতীপুর একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু হবে।