মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানানো হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় রাজবাড়ী অফিসার্স ক্লাব প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম এমপি।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন, বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহমেদ, যুদ্ধকালীন কমান্ডার বাকাউল আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি রেলমন্ত্রী জিল্লুল হাকিম তার বক্তব্যে বলেন, বিএনপি আমলে ফরিদপুর ও ভাটিয়াপাড়া রেলপথের রেললাইন তুলে ফেলা হচ্ছিল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর রেলসহ সবক্ষেত্রে উন্নয়ন হয়েছে। সবাই আন্তরিক হয়ে চেষ্টা করলে দেশকে একটা উন্নত দেশে পরিণত করা সম্ভব। তিনি আরও বলেন, টিকিট কালোবাজারীদের ধরতে জোর চেষ্টা করছি। এরমধ্যে বেশ কিছু কালোবাজারী ও সিন্ডিকেটের নেতা ধরা পড়েছে। টিকিট কালোবাজারীদের ধরতে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে।
অনুষ্ঠানে ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানানো হয়।