১৯৭১ সালে ২৫শে মার্চ পাকিস্তানি বাহিনী গণহত্যা চালিয়েছিল। ১৯৭১ সালের ২৬ শে মার্চ দেশ স্বাধীন হলে ২৫ শে মার্চকে গনহত্যা দিবস হিসেবে ঘোষণা করে বাংলাদেশ সরকার। দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করেছে রাজবাড়ী জেলা প্রশাসন। এ উপলক্ষে আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০ টায় রাজবাড়ী লোকোসেড বধ্যভূমিতে বিভিন্ন সরকারি দপ্তরের ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানায়। সকাল সাড়ে দশটায় রাজবাড়ী বধ্যভুমির সামনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস ও আর এস কে ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক চায়না রানী সাহার সঞ্চালনায় অতিথি ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ পিপিএম, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোঃ ইব্রাহিম টিটন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী প্রমুখ।