স্বেচ্ছাসেবী উন্নয়মমূলক সংস্থা কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর প্রধান কার্যালয়ে এসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট এজেন্সি’স ইন বাংলাদেশ (এডাব) এর রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে সোমবার “ডায়ালগ অন এসডিজি ইমপ্লিমেন্টেশন অন কোভিড-১৯ ইনসিকুইন্সিস” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
এডাব রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও কেকেএস এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান মিয়া, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন, কেকেএস নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আকতার উদ্দিন খান। সভায় এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন পর্যালোচনা বিষয়ের খুটিনাটি তুলে ধরে অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন এসবিইউএমএস এর নির্বাহী পরিচালক শামীমা আক্তার মুনমুন, ভোর্ড এর নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, সমাজ কর্মী মুকুল সরকার, দৈনিক প্রথম আলো প্রতিনিধি এজাজ আহমেদ, দৈনিক আমাদের রাজবাড়ী’র প্রতিনিধি মো. নাসির উদ্দিন, দৈনিক আজকালের খবর প্রতিনিধি মো. মহসিন মৃধাসহ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এসডিজি অর্জনে সফলতা পেত গেলে আমাদের অবশ্যই জিও-এনজিও ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বলেন, এসডিজি লক্ষ্য মাত্রা অর্জন সম্ভব যদি সরকারি পর্যায়ের সকল দূর্নীতির লাগাম টেনে ধরা যায়। দুর্নীতির ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত জিরো টলারেন্স নীতি অবলম্বন করলেই অর্জিত হবে স্বপ্নের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা।
সেমিনার পরিচালনা করেন এডাব দক্ষিণ বঙ্গীয় সমন্বয়কারী এ এম জাহাঙ্গীর আলম।