রাজবাড়ীর মিজানপুর ইউনিয়ন চরনারায়ন পুর বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় চরনারায়ন পুর সুইসগেট ঈদগাহ ময়দানে হাজারো মুসলিম ভক্তপ্রান শ্রোতা উপস্থিত হন। কোর-আনের আলোকে ইসলামের বিভিন্ন দিক সম্পর্কে বিষদ বয়ান করা হয়। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আঞ্জুমান-ই-কাদেরিয়া পীর ভাইদের উদ্যোগে প্রধান বক্তা ছিলেন কিশোরগঞ্জ তরিকত টিভি চ্যানেলের নিয়মিত আলোচক হযরত মাও. গাজী হাবিবুর রহমান রেজভী,২য় বক্তা রাজবাড়ী খানকা পাক বড় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মোহাম্মদ শাহ্জাহান তৃতীয় বক্তা ছিলেন রাজবাড়ী মতিয়াগাছি, ইমাম বাড়া শরীফ,বড় হুজুরপাক কমপ্লেক্সের খতিব মাওলানা আলামিন হোসাইন কাদেরী। নবম তম দোয়ার মাহফিলে চরনারায়ন পুর মাহফিল এন্তেজামিয়া কমিটির সভাপতি সালাম বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের জতীয় সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী। তিনি বলেন, শবেবরাতের দিনে নামাজ পড়ে আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করতে হবে। আমরা যে কোন জিয়ারতে ওয়াজ মাহফিলে বক্তাগন যা বয়ান করেন সেই রূপে ধর্ম কর্ম করলে শান্তি আসবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আজম আলী মন্ডল, মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টুকু মিজি, জেলা যুবলীগের কার্যকরী সদস্য নজের মওলা নজরুল, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ বিশ্বাস, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হোসেন মিলন।