বাংলা একাডেমির সমন্বয়ে উপজেলা পর্যায়ে সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষে রাজবাড়ীর পাংশায় ২৭ জুলাই থেকে দুই দিন ব্যাপী সাহিত্য মেলা ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার পাংশা জর্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। পরে উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায়, পাংশা উপজেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় ২৭ ও ২৮ জুলাই দুই দিন ব্যাপী আয়োজিত এ সাহিত্য মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি খোদেজা নাসরিন, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন ইয়ামিন আলী, সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, জেলা পরিষদ সদস্য গোবিন্দ কুমার কুন্ডু, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার প্রমূখ। এ মেলাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন কবি সাহিত্যিকদের মিলন মেলা ঘটে।