ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে রুমা বিশ্বাস (২৬) নামে ৯ মাসের এক অন্ত¡সত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রুমা বিশ্বাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামের লিটন ঘোষের স্ত্রী। প্রথমে তাকে রাজবাড়ী সদর হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. দীপক মজুমদার জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে ওই রোগী হাসপাতালে ভর্তি হন।
রুমার স্বামী লিটন ঘোষ জানান, তার স্ত্রী রুমা ৯ মাসের অন্ত¡সত্ত্বা ছিল। গত রোববার রাজবাড়ীর আরোগ্য ক্লিনিকে তার ডেঙ্গু শনাক্ত হয়। ওইদিন বিকেলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বুধবার তার অবস্থার অবনতি হলে বিকেলে তাকে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, বালিয়াকান্দি জঙ্গলের এক নারী ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে রাজবাড়ী থেকে রেফার করা দুই ডেঙ্গু রোগী ফরিদপুর হাসপাতালে মারা গেলেন। তবে এখন পর্যন্ত রাজবাড়ীতে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। জেলায় প্রতিদিনই নতুন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। এদের কেউ জেলার বাইরে থেকে আবার অনেকে নিজ জেলা থেকেই আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে নতুন করে ১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।