‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার বালিয়াকান্দি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মান্নাফ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সঞ্জিত কুমার দাস, মৎস্যজীবী লীগ নেতা মইনুল হাকিম, মৎস্যজীবি বিনয় কুমার রাজবংশী প্রমূখ।
বক্তারা বলেন, ভৌগলিক অবস্থানের কারণে প্রতিনিয়ত বন্যা, সাইক্লোন, ঘূর্ণিঝড়, অনাবৃষ্টি, অতিবৃষ্টিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে দেশের উপকূলীয় এলাকায় এই মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে কারণে টেকসই এবং উন্নত প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি জলাবদ্ধতা দূরীকরণ এবং পানি সরবরাহের নিশ্চিত করার জন্য জলাশয় পুনঃ খনন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। এছাড়া মৎস্য অধিদপ্তর মাঠ পর্যায়ে নিরাপদ ও পরিবেশ বান্ধব মৎস্য উৎপাদনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছেন।