‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’ প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে “জাতীয় পাবলিক সার্ভিস দিবস”-২০২৩ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও র্যালী পরবর্তী নাগরিক সেবা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে উপজেলা কোট চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ করে জাতীয় পাবলিক সেবা প্রদানে বিভিন্ন দপ্তরের দেয়া স্টল পরিদর্শন শেষে উপজেলা হল রুমে নাগরিক সেবা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. আশরাফুর রহমানের সঞ্চালনায় এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন।
বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমীন, উপজেলা শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উজানচর ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমুখসহ সুধীসমাজ, স্কুল শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ।