পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজবাড়ীর সামাাজিক সংগঠন মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের উদ্যোগে রাজবাড়ীর দুর্গম চর কুশাহাটার বাসিন্দাদের মাঝে বিভিন্ন প্রজাতির ছয়শ গাছের চারা বিতরণ করা হয়েছে।
রাজবাড়ী শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে পদ্মার চরে পৌছে শনিবার সন্ধ্যার দিকে এসব গাছ বিতরণ করা হয়। বিতরণকৃত গাছের চারার মধ্যে ছিল আম, পেয়ারা, আমলকি ও লেবু।
এসময় সংগঠনের সভাপতি আজিজা খানম, উপদেষ্টা মনজুরুল উল করিম, কমলকান্তি সরকার, মুহাম্মদ সাইফুল্লাহ, যুগ্ম সম্পাদক আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক ফারুক উদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী পাপুল, দপ্তর সম্পাদক মো. শাফি, কার্যনির্বাহী সদস্য রোকসানা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভাপতি আজিজা খানম বলেন, মেজবাহ উল করিম রিন্টু ছিলেন সমাজকর্মী। পরিবেশের প্রতি তার ছিল অসীম দরদ। মানুষের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তার ফেলে যাওয়া সামাজিক কর্মকান্ড তারা করার প্রয়াস করে যাচ্ছেন।