নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৩ – ২০২৫” বাস্তবায়নে রাজবাড়ী জেলা এনসিটিএফ এর করণীয় শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সেভ দ্য চিল্ড্রেনের সহযোগীতায় গত বুধবার ন্যাশনাল চিল্ড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), রাজবাড়ী জেলা কমিটি কর্তৃক আয়োজিত “নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৩ -২০২৫’ বাস্তবায়নে করণীয় শীর্ষক অবহিতকরণ সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণা রানি সাহা অতিরিক্ত জেলা প্রশাসক রাজবাড়ী, মো. ইফতে খারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রাজবাড়ী, বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার নির্বাহী পরিচালক কেকেএস রাজবাড়ী, ডা. ফাতেমাতুজ্জোহরা, মেডিকেল অফিসার, সিভিল সার্জনের কার্যালয়, রাজবাড়ী, রেখা ইসলাম, জেলা তথ্য অফিসার, রাজবাড়ী, মো. শফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কর্মকর্তা, রাজবাড়ী, আমানুল্লাহ, প্রোগ্রাম অফিসার ওসিসি রাজবাড়ী সদর হাসপাতাল, রাজবাড়ী, ফারহানা জাহান মিনি, সহকারী প্রধান শিক্ষক, আল্লাহ নেওয়াজ খাইরু উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা এনসিটিএফ এর ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার সাদমান সাকিব রাফি। শুভেচ্ছা বক্তব্যে তিনি এনসিটিএফ এর কাজ, অর্জন ও আজকের সভার উদ্দেশ্য তুলে ধরেন। এরপর উপস্থিত সকল শিশু তাদের পরিচয়, মতামত ও আগামী দিনের পরিকল্পনা প্রকাশ করেছেন। জেলা ইউথ মেন্টর গ্রুপের সদস্য সদিয়া জামান একটি ভিডিও প্রেজেন্টেশন করেন।
সভায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুদের যেকোনো কাজে শিশুদের পাশে থাকবেন। বৈষম্য, নারী নির্যাতন, বাল্য বিবাহ, শিশু শ্রম, শিশু অপরাধ বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। এনসিটিএফ এর কাজ এবং আগামী পরিকল্পনা শুনে মুগ্ধ হয়েছেন এবং সবাইকে ধন্যবাদ দিয়ে উৎসাহিত করেছেন। তিনি আরও আশ্বাস দিয়েছেন আগামী কাজগুলোতে কোন প্রতিবন্ধকতা আসলে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং বরাবরের মতো আমাদের পাশে থাকবেন। সর্বোপরি এ জেলাকে শিশু বান্ধব করে গড়ে তুলবেন বলে তার প্রতিশ্রুতি মুলক বক্তব্য শেষ করেন।
সকলের বক্তব্যের শেষে রাজবাড়ী জেলা এনসিটিএফ এর সভাপতি মো. মুহতাসিমুল হক সমাপনী বক্তব্য রাখেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।