মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন

জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ॥
  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৭৮ Time View

দীর্ঘ ১১ বছর পর রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন গতবাল শুক্রবার রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বাংলাাদেশ স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু সম্মেলন উদ্বোধন করেন। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সম্মেলনের প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের এমপি জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, সংরক্ষিত নারী আসনের এমপি সালমা চৌধুরী রুমা, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাচী ইরাদত আলী, যুগ্ম সম্পাদক সোহেল রানা টিপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুল আলীম ব্যাপারী, যুগ্ম সম্পাদক খায়রুল হাসান জুয়েল।

সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান।

সম্মেলনে সভাপতি পদে ছয়জন ও সাধারণ সম্পাদক পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে প্রার্থীরা হলেন বর্তমান সাধারণ সম্পাদক আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা নিমাই কর্মকার, সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শামীম, আলমগীর শেখ তিতু, সাবেক ছাত্রলীগ নেতা শামীম রেজা লিটন প্রমুখ। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ্আসাদুজ্জামান আসাদ, রাজবাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইফতি হক সৌরভ, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম, জাকারিয়া মাসুদ রাজীব, মিলন মিয়া প্রমুখ।

রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগ সূত্র জানিয়েছে, সম্মেলন সফল করার লক্ষ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমানকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। প্রায় তিন হাজার ডেলিগেট এবং ২২১ জন কাউন্সিলর সম্মেলনে যোগ দেন। সম্মেলনকে কেন্দ্র করে শহরের প্রধান সড়কের বিভাজনসহ বিভিন্ন স্থানে ছেয়ে গেছে ব্যানার ফেস্টুন।

রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, ছাত্র জীবন থেকে তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগে যোগ দেন। বহু চড়াই উৎরাই পেরিয়ে তিনি ছাত্রলীগের রাজনীতি করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু সকল আন্দোলনে তিনি রাজপথে থেকেছেন। কখনও পিছপা হননি। ২০১২ সালে তিনি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দলকে একটি শক্ত অবস্থানে নিয়েছেন।

রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান বলেন, সকলের সহযোগিতায় সুুষ্ঠু ও সুুন্দরভাবে সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা।

সম্মেলন সূত্রে জানা গেছে, সম্মেলনে কোনো পদে কারও নাম ঘোষণা করা হয়নি। ঢাকায় গিয়ে আলোচনার পর ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com