রাজবাড়ীর কালুখালী উপজেলায় ফেয়ার প্রাইসের চাল প্রদান শুরু হয়েছে। উপজেলার ৭ ইউনিয়নের তালিকাভূক্ত অতি দরিদ্র মানুষেরা ১০ টাকা কেজি দড়ে এই চাল ক্রয় করতে পারবে। সরকারি নিয়ম মোতাবেক প্রত্যেক কার্ডধারী ৩০ কেজি চাল গ্রহণের সুযোগ পাবে। রবিবার কালিকাপুর ইউনিয়নের হরিনবাড়ীয়া বাজারে চাউল বিতরণ চলাকালে কার্ডধারীদের লাইনে দাঁড়িয়ে চাউল সংগ্রহ করতে দেখা যায়। কার্ডধারীরা জানায়, তাদের কাছ থেকে তিনশ টাকা করে নেওয়া হচ্ছে। বিনিময়ে চাউল দেওয়া হচ্ছে ৩০ কেজি। ওজন পদ্ধতি ডিজিটাল হওয়ায় চাল কম হচ্ছে না। চাউল বিতরণকালে তদারকী কর্মকর্তা জিলহাজ উদ্দিন, ডিলার রিপন মন্ডল, কালিকাপুর ইউনিয়নের সদস্য বিল্লাল মন্ডল, দুলাল কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।