‘গাছ লাগিয়ে যত করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে রাজবাড়ী আজাদী ময়দানে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, ফরিদপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুছ ভুইয়া, রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবুল কালাম আজাদ, কৃষকলীগ নেতা আবু বক্কর খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাশ।
এর আগে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মেলায় সরকারি ও বেসরকারি পর্যায়ের আটটি স্টল স্থাপন করা হয়েছে।