পদ্মা নদীতে পানি বাড়তে শুরু করায় তীব্র স্রোত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দেখা দিয়েছে । ফলে ফেরিতে নদী পারাপারে সময় লাগছে আগের তুলনায় প্রায় দ্বিগুণ। যদিও বিপদসীমার নিচে রয়েছে পদ্মার পানি।
দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি ও পানি পরিমাপের (গেজ পাঠক) মাধ্যমে এ তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর দৌলতদিয়া পয়েন্টে ৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমার অনেকে নিচে রয়েছে পানি। স্রোতের কারণে ফেরিতে নদী পারাপারে সময় সময় বেশি লাগলেও দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল তৈরি হয় নি। ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা যানবাহন সরাসরিই ফেরিতে উঠতে পারছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, নদীতে পানি বাড়ছে এবং একই সঙ্গে বাড়ছে স্রোত। ফলে ফেরি পারাপারে সময় একটু বেশি লাগছে। তবে দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল নেই। বর্তমানে যানবাহনের চাপ কম থাকায় ১৮টি ফেরির মধ্যে ছোট বড় ১২টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।